আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৯০
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি রাসূলুল্লাহ (সা) কে সালাতের মধ্যে এদিকে সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ এতো ছোঁ মারা। শয়তান তো ছোঁ মেরে বান্দার সালাতের কিছু অংশ নিয়ে যায়।
(বুখারী, নাসাঈ, আবু দাউদ এবং ইবন খুযায়মা হাদীসটি বর্ণনা করেন।)
(বুখারী, নাসাঈ, আবু দাউদ এবং ইবন খুযায়মা হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
790 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن التلفت فِي الصَّلَاة فَقَالَ اختلاس يختلسه الشَّيْطَان من صَلَاة العَبْد
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة
رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة
