আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৯৩
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন লোক যখন সালাতে দাঁড়ায়, তখন আল্লাহ তার প্রতি দৃষ্টিপাত করেন। যখন সে এদিক সেদিক তাকায়, তখন তিনি বলেন: হে বনী আদম! তুমি কার দিকে ফিরে তাকাচ্ছ? সে কি আমার চেয়ে তোমার কাছে উত্তম? তুমি আমার দিকে ফির। পরে যখন সে দ্বিতীয়বার তাকায়, তখন তিনি অনুরূপ বলেন। এরপর যখন সে তৃতীয়বার তাকায়, তখন আল্লাহ তার থেকে চেহারা অন্য দিকে ঘুরিয়ে নেন।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
793 - وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَامَ الرجل فِي الصَّلَاة أقبل الله عَلَيْهِ بِوَجْهِهِ فَإِذا الْتفت قَالَ يَا ابْن آدم إِلَى من تلْتَفت إِلَى من هُوَ خير لَك مني أقبل إِلَيّ فَإِذا الْتفت الثَّانِيَة قَالَ مثل ذَلِك فَإِذا الْتفت الثَّالِثَة صرف الله تبَارك وَتَعَالَى وَجهه عَنهُ
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
