আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৮৮
সালাত আদায়কালে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপের প্রতি ভীতি প্রদর্শন
৭৮৮. হযরত জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যারা সালাতের মধ্যে আকাশের দিকে তাকায়, অবশ্যই তাদের তা থেকে বিরত থাকা উচিত। অন্যথায় তাদের দৃষ্টিশক্তি আর ফিরে নাও আসতে পারে।
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সা) মসজিদে প্রবেশ করে দেখলেন, সেখানে লোকেরা তাদের হাত আকা শমুখী করে আছে। তিনি বললেন: লোকদের এ থেকে বিরত থাকা উচিত। অন্যথায় সালাতের মধ্যেই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়া হবে, অথবা তারা তাদের দৃষ্টিশক্তি আর ফিরে নাও পেতে পারে।)
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সা) মসজিদে প্রবেশ করে দেখলেন, সেখানে লোকেরা তাদের হাত আকা শমুখী করে আছে। তিনি বললেন: লোকদের এ থেকে বিরত থাকা উচিত। অন্যথায় সালাতের মধ্যেই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়া হবে, অথবা তারা তাদের দৃষ্টিশক্তি আর ফিরে নাও পেতে পারে।)
التَّرْهِيب من رفع الْبَصَر إِلَى السَّمَاء فِي الصَّلَاة
788 - وَعَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لينتهين أَقوام يرفعون
أَبْصَارهم إِلَى السَّمَاء فِي الصَّلَاة أَو لَا ترجع إِلَيْهِم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَلأبي دَاوُد دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَسْجِد فَرَأى فِيهِ نَاسا يصلونَ رافعي أَيْديهم إِلَى السَّمَاء فَقَالَ لينتهين رجال يشخصون أَبْصَارهم فِي الصَّلَاة أَو لَا ترجع إِلَيْهِم أَبْصَارهم
أَبْصَارهم إِلَى السَّمَاء فِي الصَّلَاة أَو لَا ترجع إِلَيْهِم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَلأبي دَاوُد دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَسْجِد فَرَأى فِيهِ نَاسا يصلونَ رافعي أَيْديهم إِلَى السَّمَاء فَقَالَ لينتهين رجال يشخصون أَبْصَارهم فِي الصَّلَاة أَو لَا ترجع إِلَيْهِم أَبْصَارهم
