আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৮৭
সালাত আদায়কালে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপের প্রতি ভীতি প্রদর্শন
৭৮৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন। তোমাদের কেউ যখন সালাতে থাকে, তখন সে যেন তার চোখে দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত না করে- যাতে তার চোখের জ্যোতি চলে যায়।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে ইবন লাহীয়া সূত্রে এবং নাসাঈ উবায়দুল্লাহ ইবন আবদুল্লাহ ইবন উতবা সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন: নবী (সা) এর এক সাহাবী তার নিকট হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি সরাসরি তাঁর কাছে শুনেন নি।)
التَّرْهِيب من رفع الْبَصَر إِلَى السَّمَاء فِي الصَّلَاة
787 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا كَانَ أحدكُم فِي الصَّلَاة فَلَا يرفع بَصَره إِلَى السَّمَاء لَا يلتمع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة ابْن لَهِيعَة وَرَوَاهُ النَّسَائِيّ عَن عبيد الله بن عبد الله بن عتبَة أَن رجلا من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حَدثهُ وَلم يسمعهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৮৭ | মুসলিম বাংলা