আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৮৬
সালাত আদায়কালে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপের প্রতি ভীতি প্রদর্শন
৭৮৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কেউ যেন সালাতের মধ্যে দু'আর সময়ে আকাশের দিকে না তাকায়, অন্যথায় তার দৃষ্টি নষ্ট করে দেয়া হবে।
(মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من رفع الْبَصَر إِلَى السَّمَاء فِي الصَّلَاة
786 - وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لينتهين أَقوام عَن رفعهم أَبْصَارهم إِلَى السَّمَاء عِنْد الدُّعَاء فِي الصَّلَاة أَو لتخطفن أَبْصَارهم
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৮৬ | মুসলিম বাংলা