আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৮৫
সালাত আদায়কালে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপের প্রতি ভীতি প্রদর্শন
৭৮৫. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা সালাতে আকাশের দিকে দৃষ্টিপাত করো না। অন্যথায় তোমাদের চোখের জ্যোতি কেড়ে নেওয়া হবে।
(ইবন মাজাহ ও তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন এবং এ দু'টি বর্ণনাকে সহীহ বলেছেন।
ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থেও হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من رفع الْبَصَر إِلَى السَّمَاء فِي الصَّلَاة
785 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تَرفعُوا أبصاركم إِلَى السَّمَاء فتلتمع يَعْنِي فِي الصَّلَاة
رَوَاهُ ابْن مَاجَه وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواتهما رُوَاة الصَّحِيح وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৮৫ | মুসলিম বাংলা