আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৭৮
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে মারফু সনদে বর্ণিত। তিনি বলেছেন। ফরয সালাতের দৃষ্টান্ত হল পাল্লার ন্যায়। লেনদেনে যেমন দেয়া হয়, তেমনি মিলে।
(বায়হাকী এরূপ বর্ণনা করেন, অন্যান্যগণ হাসান হতে মুরসাল সনদে বর্ণনা করেন। আর এটাই বিশুদ্ধ।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
778 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا مَرْفُوعا قَالَ مثل الصَّلَاة الْمَكْتُوبَة كَمثل الْمِيزَان من أوفى استوفى
رَوَاهُ الْبَيْهَقِيّ هَكَذَا وَرَوَاهُ غَيره عَن الْحسن مُرْسلا وَهُوَ الصَّوَاب
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৭৮ | মুসলিম বাংলা