আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৭৭
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭৭. হযরত আবুদ্-দারদা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: প্রথম আমার এই উম্মাত থেকে আল্লাহ-ভীতি উঠে যাবে, এমনকি একজন আল্লাহ-ভীতি অবলম্বনকারী (মুসল্লী) ও দেখা যাবে না।
(তারাবানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে শাদ্দাদ ইবন আউস সূত্রে মাওকূফ সনদে হাদীসটি বর্ণনা করেন। তাবারানী মারফু সনদেও বর্ণনা করেছেন, তবে মাওকুফ সনদ সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ।)
(তারাবানী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে শাদ্দাদ ইবন আউস সূত্রে মাওকূফ সনদে হাদীসটি বর্ণনা করেন। তাবারানী মারফু সনদেও বর্ণনা করেছেন, তবে মাওকুফ সনদ সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
777 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أول شَيْء يرفع من هَذِه الْأمة الْخُشُوع حَتَّى لَا ترى فِيهَا خَاشِعًا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه فِي آخر حَدِيث مَوْقُوفا على شَدَّاد بن أَوْس وَرَفعه الطَّبَرَانِيّ أَيْضا وَالْمَوْقُوف أشبه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه فِي آخر حَدِيث مَوْقُوفا على شَدَّاد بن أَوْس وَرَفعه الطَّبَرَانِيّ أَيْضا وَالْمَوْقُوف أشبه


বর্ণনাকারী: