আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৭৩
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭৩. হযরত উসমান ইবন আবু দাহরিশান (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: আল্লাহ তা'আলা বান্দার আমল ততক্ষণ পর্যন্ত কবুল করেন না, যতক্ষণ তার দেহের সাথে মনের মিল না পাওয়া যায়।
(মুহাম্মদ ইবন নাসর মারুযী 'সালাত অধ্যায়ে' মুরসাল হিসেবে হাদীসটি বর্ণনা করনে। আবু মানসূর দায়লামী 'মুসনাদে ফিরদাউসে' হযরত উবাই ইবন কা'ব (রা) সূত্রে বর্ণনা করেন, তবে মুরসাল সূত্রে বর্ণনাটি সহীহ।)
(মুহাম্মদ ইবন নাসর মারুযী 'সালাত অধ্যায়ে' মুরসাল হিসেবে হাদীসটি বর্ণনা করনে। আবু মানসূর দায়লামী 'মুসনাদে ফিরদাউসে' হযরত উবাই ইবন কা'ব (রা) সূত্রে বর্ণনা করেন, তবে মুরসাল সূত্রে বর্ণনাটি সহীহ।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
773 - وَعَن عُثْمَان بن أبي دهرشن رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يقبل الله من عبد عملا حَتَّى يشْهد قلبه مَعَ بدنه
رَوَاهُ مُحَمَّد بن نصر الْمروزِي فِي كتاب الصَّلَاة هَكَذَا مُرْسلا وَوَصله أَبُو مَنْصُور الديلمي فِي مُسْند الفردوس بِأبي بن كَعْب والمرسل أصح
رَوَاهُ مُحَمَّد بن نصر الْمروزِي فِي كتاب الصَّلَاة هَكَذَا مُرْسلا وَوَصله أَبُو مَنْصُور الديلمي فِي مُسْند الفردوس بِأبي بن كَعْب والمرسل أصح
