আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৭২
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন সালাত আদায় শেষে বললেনঃ হে অমুক। তুমি তোমার সালাত উত্তমরূপে কেন আদায় কর না? মুসল্লী যখন সালাত আদায় করে, তখন সে কিরূপে সালাত আদায় করে তা কি সে লক্ষ্য করে না? অথচ সালাত আদায়কারী তার নিজের কল্যাণের জন্যই সালাত আদায় করে। আল্লাহর শপথ করে বলছিঃ আমি যেমন সামনের দিকে দেখি, তেমনি পিছনের দিকেও দেখি।
(মুসলিম, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ আমাদের নিয়ে যোহরের সালাত আদায় করেন। সালাম ফিরিয়ে তিনি শেষ কাতারের এক ব্যক্তিকে ডেকে বললেনঃ হে অমুক। তুমি কি আল্লাহকে ভয় কর না? তুমি কি লক্ষ্য কর না, কিভাবে তুমি সালাত আদায় করছ? অবশ্যই তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে নীরবে কথা বলে। কাজেই তোমার লক্ষ্য রাখা উচিত, কিভাবে তুমি তাঁর সংগে কথা বলবে? তোমরা মনে কর আমি তোমাদের দেখি না। কিন্তু আল্লাহর শপথ! আমি যেমন সামনের দিকে দেখি, তেমনি পেছনের দিকেও দেখি।)
(মুসলিম, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ আমাদের নিয়ে যোহরের সালাত আদায় করেন। সালাম ফিরিয়ে তিনি শেষ কাতারের এক ব্যক্তিকে ডেকে বললেনঃ হে অমুক। তুমি কি আল্লাহকে ভয় কর না? তুমি কি লক্ষ্য কর না, কিভাবে তুমি সালাত আদায় করছ? অবশ্যই তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে নীরবে কথা বলে। কাজেই তোমার লক্ষ্য রাখা উচিত, কিভাবে তুমি তাঁর সংগে কথা বলবে? তোমরা মনে কর আমি তোমাদের দেখি না। কিন্তু আল্লাহর শপথ! আমি যেমন সামনের দিকে দেখি, তেমনি পেছনের দিকেও দেখি।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
772 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ صلى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا ثمَّ انْصَرف فَقَالَ يَا فلَان أَلا تحسن صَلَاتك أَلا ينظر الْمُصَلِّي إِذا صلى كَيفَ يُصَلِّي فَإِنَّمَا يُصَلِّي لنَفسِهِ إِنِّي لَأبْصر من ورائي كَمَا أبْصر من بَين يَدي
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ
صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الظّهْر فَلَمَّا سلم نَادَى رجلا كَانَ فِي آخر الصُّفُوف فَقَالَ يَا فلَان أَلا تتقي الله
أَلا تنظر كَيفَ تصلي إِن أحدكُم إِذا قَامَ يُصَلِّي إِنَّمَا يقوم يُنَاجِي ربه فَلْينْظر كَيفَ يناجيه إِنَّكُم ترَوْنَ أَنِّي لَا أَرَاكُم إِنِّي وَالله لأرى من خلف ظَهْري كَمَا أرى من بَين يَدي
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ
صلى بِنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الظّهْر فَلَمَّا سلم نَادَى رجلا كَانَ فِي آخر الصُّفُوف فَقَالَ يَا فلَان أَلا تتقي الله
أَلا تنظر كَيفَ تصلي إِن أحدكُم إِذا قَامَ يُصَلِّي إِنَّمَا يقوم يُنَاجِي ربه فَلْينْظر كَيفَ يناجيه إِنَّكُم ترَوْنَ أَنِّي لَا أَرَاكُم إِنِّي وَالله لأرى من خلف ظَهْري كَمَا أرى من بَين يَدي
