আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৭১
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭১. হযরত হুরায়স ইবন কাবীসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় গেলাম এবং বললামঃ হে আল্লাহ। আমাকে একজন উত্তম সঙ্গী দান করুন। তিনি বলেন, এরপর আমি হযরত আবূ হুরায়রা (রা)-এর কাছে গিয়ে বললামঃ আমি আল্লাহর কাছে একজন উত্তম সঙ্গীর প্রার্থনা করছি। কাজেই রাসূলুল্লাহ (সা) এর কাছে আপনি শুনেছেন এমন একটি হাদীস আমার নিকট বর্ণনা করুন। আশা করা যায়, আল্লাহ তাদ্বারা আমাকে উপকৃত করবেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন বান্দার কাছে আমলসমূহের মধ্যে প্রথমে সালাতের হিসাব নেয়া হবে। যদি তা সঠিকভাবে আদায় হয়, তাহলে সে সফলকাম ও কৃতকার্য হবে। আর যদি তার ফরয (সালাত) বিনষ্ট হয়, তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তা'আলা বলবেন: তোমরা দেখ, আমার বান্দার নফল ইবাদত (সালাত) আছে কি-না যদ্বারা তার ফরযের ঘাটতি পূরণ করবে। এরপর সমস্ত আমল এভাবে গণ্য হবে।
(তিরমিযী এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন: এ হাদীসটি হাসান-গরীব।)
(তিরমিযী এবং অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন: এ হাদীসটি হাসান-গরীব।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
771 - وَعَن حُرَيْث بن قبيصَة رَضِي الله عَنهُ قَالَ قدمت الْمَدِينَة وَقلت اللَّهُمَّ ارزقني جَلِيسا صَالحا
قَالَ فَجَلَست إِلَى أبي هُرَيْرَة فَقلت إِنِّي سَأَلت الله أَن يَرْزُقنِي جَلِيسا صَالحا فَحَدثني بِحَدِيث سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَعَلَّ الله أَن يَنْفَعنِي بِهِ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن أول مَا يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة من عمله صلَاته فَإِن صلحت فقد أَفْلح وأنجح وَإِن فَسدتْ فقد خَابَ وخسر وَإِن انْتقصَ من فريضته
قَالَ الله تَعَالَى انْظُرُوا هَل لعبدي من تطوع يكمل بِهِ مَا انْتقصَ من الْفَرِيضَة ثمَّ يكون سَائِر عمله على ذَلِك
رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالَ فَجَلَست إِلَى أبي هُرَيْرَة فَقلت إِنِّي سَأَلت الله أَن يَرْزُقنِي جَلِيسا صَالحا فَحَدثني بِحَدِيث سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَعَلَّ الله أَن يَنْفَعنِي بِهِ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن أول مَا يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة من عمله صلَاته فَإِن صلحت فقد أَفْلح وأنجح وَإِن فَسدتْ فقد خَابَ وخسر وَإِن انْتقصَ من فريضته
قَالَ الله تَعَالَى انْظُرُوا هَل لعبدي من تطوع يكمل بِهِ مَا انْتقصَ من الْفَرِيضَة ثمَّ يكون سَائِر عمله على ذَلِك
رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره وَقَالَ حَدِيث حسن غَرِيب
