আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৭০
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৭০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতের (সওয়াবের) পর্যায় রয়েছে। তা হলঃ ১. পবিত্রতা এক-তৃতীয়াংশ, ২. রুকু এক-তৃতীয়াংশ এবং ৩. সিজদা এক- তৃতীয়াংশ। এগুলো যে হক সহকারে আদায় করবে, তার পক্ষ থেকে তা কবুল করা হবে। এভাবে তার সমস্ত আমল কবুল করা হবে। যার সালাত প্রত্যাখ্যাত হবে, তার সমস্ত আমলই প্রত্যাখ্যাত হবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেন এবং বলেন: মুগীরা ইবন মুসলিম হতেই কেবল আমি মারফু' সূত্রে এ হাদীসটি শুনেছি।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এ হাদীসটি হাসান সনদে বর্ণিত।
(বাযযার হাদীসটি বর্ণনা করেন এবং বলেন: মুগীরা ইবন মুসলিম হতেই কেবল আমি মারফু' সূত্রে এ হাদীসটি শুনেছি।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এ হাদীসটি হাসান সনদে বর্ণিত।
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
770 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الصَّلَاة ثَلَاثَة أَثلَاث الطّهُور ثلث وَالرُّكُوع ثلث وَالسُّجُود ثلث
فَمن أَدَّاهَا بِحَقِّهَا قبلت مِنْهُ وَقبل مِنْهُ سَائِر عمله وَمن ردَّتْ عَلَيْهِ صلَاته رد عَلَيْهِ سَائِر عمله
رَوَاهُ الْبَزَّار وَقَالَ لَا نعلمهُ مَرْفُوعا إِلَّا من حَدِيث الْمُغيرَة بن مُسلم
قَالَ الْحَافِظ وَإِسْنَاده حسن
فَمن أَدَّاهَا بِحَقِّهَا قبلت مِنْهُ وَقبل مِنْهُ سَائِر عمله وَمن ردَّتْ عَلَيْهِ صلَاته رد عَلَيْهِ سَائِر عمله
رَوَاهُ الْبَزَّار وَقَالَ لَا نعلمهُ مَرْفُوعا إِلَّا من حَدِيث الْمُغيرَة بن مُسلم
قَالَ الْحَافِظ وَإِسْنَاده حسن
