আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৬৯
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৬৯. হযরত আবুল ইয়াসার (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: তোমাদের মধ্যে কেউ সালাত আদায় করে পূর্ণরূপে, কেউ আদায় করে অর্ধেক, কেউ এক-তৃতীয়াংশ এক-চতুর্থাংশ, এক-পঞ্চমাংশ এমনকি এক-দশমাংশ।
(নাসাঈ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন। আবুল ইয়াসার-এর নাম কা'ব ইবন উমর সুলামী, তিনি বদরী সাহাবী ছিলেন।)
(নাসাঈ হাদীসটি হাসান সনদে বর্ণনা করেন। আবুল ইয়াসার-এর নাম কা'ব ইবন উমর সুলামী, তিনি বদরী সাহাবী ছিলেন।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
769 - وَعَن أبي الْيُسْر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مِنْكُم من يُصَلِّي الصَّلَاة كَامِلَة ومنكم من يُصَلِّي النّصْف وَالثلث وَالرّبع وَالْخمس
حَتَّى بلغ الْعشْر
رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد حسن وَاسم أبي الْيُسْر بِالْيَاءِ الْمُثَنَّاة تَحت وَالسِّين الْمُهْملَة مفتوحتين كَعْب بن عمر السّلمِيّ شهد بَدْرًا
حَتَّى بلغ الْعشْر
رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد حسن وَاسم أبي الْيُسْر بِالْيَاءِ الْمُثَنَّاة تَحت وَالسِّين الْمُهْملَة مفتوحتين كَعْب بن عمر السّلمِيّ شهد بَدْرًا


বর্ণনাকারী: