আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৫৮
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) তাঁর সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন, আর আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। (তিনি বলেনঃ) তোমাদের কারো জন্য যদি এই খুঁটিটি হয় এবং তা যদি ত্রুটিপূর্ণ হয়, তা যেমন তোমরা অপসন্দ কর, তাহলে কেমন করে তোমরা আল্লাহর জন্য ত্রুটিপূর্ণ সালাত আদায়ে প্রবৃত্ত হও? কাজেই তোমরা তোমাদের সালাত পরিপূর্ণভাবে আদায় কর।
কেননা আল্লাহ তা'আলা কেবল পরিপূর্ণরূপে আদায়কৃত সালাতই কবুল করেন।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে উত্তম সনদে বর্ণিত।)
কেননা আল্লাহ তা'আলা কেবল পরিপূর্ণরূপে আদায়কৃত সালাতই কবুল করেন।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে উত্তম সনদে বর্ণিত।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
758 - وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا لاصحابه وَأَنا حَاضر لَو كَانَ لاحدكم هَذِه السارية لكره أَن تجدع كَيفَ يعمد أحدكُم فيجدع صلَاته الَّتِي هِيَ لله فَأتمُّوا صَلَاتكُمْ فَإِن الله لَا يقبل إِلَّا تَاما
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
