আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৫৯
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৯. হযরত বিলাল (রা) থেকে বর্ণিত। তিনি দেখলেন এক ব্যক্তি ঠিকমত রুকু-সিজদা আদায় করছে না। তখন তিনি বললেন: এ অবস্থায় সে যদি মারা যায়, তাহলে তার মৃত্যু মিল্লাতে মুহাম্মদের উপর হবে না।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
759 - وَعَن بِلَال رَضِي الله عَنهُ أَنه أبْصر رجلا لَا يتم الرُّكُوع وَلَا السُّجُود فَقَالَ لَو مَاتَ هَذَا لمات على غير مِلَّة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
