আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৫৭
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: এক ব্যক্তি ষাট বছর সালাত আদায় করল কিন্তু তার সালাত কবুল করা হল না। সম্ভবত সে রুকু ঠিকমত করেছে কিন্তু ঠিকমত সিজদা করেনি কিম্বা সিজদা ঠিকমত করেছে কিন্তু রুকু ঠিকমত করেনি।
(আবুল কাসিম ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদটি বিতর্কিত।)
(আবুল কাসিম ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদটি বিতর্কিত।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
757 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الرجل ليُصَلِّي سِتِّينَ سنة وَمَا تقبل لَهُ صَلَاة لَعَلَّه يتم الرُّكُوع وَلَا يتم السُّجُود وَيتم السُّجُود وَلَا يتم الرُّكُوع
رَوَاهُ أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ وَينظر سَنَده
رَوَاهُ أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ وَينظر سَنَده
