আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪৭
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইমাম যখন سمع الله لمن حَمده যে প্রশংসা করে, আল্লাহ তা শোনেন) বলবে, তখন তোমরা বলবে اللَّهُمَّ رَبنَا لَك الْحَمد (হে আল্লাহ। আমাদের রব! সমস্ত প্রশংসা তোমার জন্য)। নিশ্চয়ই যার কথা ফিরিশতাদের কথার অনুরূপ হবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (হাদীসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈতে বর্ণিত হয়েছে। বুখারী ও মুসলিমে বলা হয়েছে: তারপর তোমরা বলবেঃ رَبنَا وَلَك الْحَمد হে আমাদের রব। আর তোমার জন্যই প্রশংসা) এখানে و (ওয়াও) অতিরিক্ত এসেছে।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
747 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا قَالَ الإِمَام سمع الله لمن حَمده فَقولُوا اللَّهُمَّ رَبنَا لَك الْحَمد فَإِنَّهُ من وَافق قَوْله قَول الْمَلَائِكَة غفر لَهُ مَا تقدم من ذَنبه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم فَقولُوا رَبنَا وَلَك الْحَمد بِالْوَاو
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৪৭ | মুসলিম বাংলা