আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪৬
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৬. হযরত রিফায়া ইবন রাফি যুরাকী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী (সা) এর ইমামতিতে সালাত আদায় করলাম। যখন তিনি রুকু থেকে মাথা উঠালেন, তখন বললেন: سمع الله لمن حَمده যে প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসা শোনেন), তাঁর পিছনে এক ব্যক্তি (মুসল্লী) বলে উঠল : رَبنَا وَلَك الْحَمد حمدا كثيرا طيبا مُبَارَكًا فِيهِ হে আমাদের রব! তোমারই প্রশংসা, প্রচুর প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা)। সালাত শেষে তিনি বললেনঃ কে (একথা গুলো) বলল? তখন সে বলল: আমি। তিনি বললেন: আমি ত্রিশজনের অধিক ফিরিশতাকে দেখেছি তারা তাড়াহুড়া করছেন, কার আগে কে তা লিখতে পারেন।
(মালিক, বুখারী, আবূ দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
746 - وَعَن ر فاعة بن رَافع الزرقي رَضِي الله عَنهُ قَالَ كُنَّا نصلي وَرَاء النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلَمَّا رفع رَأسه من الرَّكْعَة قَالَ سمع الله لمن حَمده
قَالَ رجل من وَرَائه رَبنَا وَلَك الْحَمد حمدا كثيرا طيبا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرف قَالَ من الْمُتَكَلّم قَالَ أَنا
قَالَ رَأَيْت بضعَة وَثَلَاثِينَ ملكا يبتدرونها أَيهمْ يَكْتُبهَا أول

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৪৬ | মুসলিম বাংলা