আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪৫
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৫. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা) এর ইমামতিতে সালাত আদায় করছিলাম। এমন সময় কওমের এক ব্যক্তি বলে উঠল: أكبر كَبِيرا (আল্লাহ মহান, আল্লাহ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ) وَالْحَمْد لله كثيرا (বিপুল প্রশংসা আল্লাহর জন্যই) এবং وَسُبْحَان الله بكرَة وَأَصِيلا সকাল সন্ধ্যায় (সর্বক্ষণ) আল্লাহর পবিত্রতা)। রাসূলুল্লাহ (সা) বললেন: এই এই বাক্যগুলোর কথক কে? কওমের লোকটি বলল: ইয়া রাসূলাল্লাহ! আমি। তিনি বললেনঃ আমি তার এ বাক্যগুলো বলায় বিস্ময়াভিভূত হলাম। কেননা তার জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হযরত ইবন উমর (রা) বলেন: রাসূলুল্লাহ (সা) থেকে একথা শোনার পর আমি কখনো তা বর্জন করিনি।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
745 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ بَيْنَمَا نَحن نصلي مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ قَالَ رجل من الْقَوْم الله أكبر كَبِيرا وَالْحَمْد لله كثيرا وَسُبْحَان الله بكرَة وَأَصِيلا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْقَائِل كلمة كَذَا وَكَذَا
فَقَالَ رجل من الْقَوْم أَنا يَا رَسُول الله فَقَالَ عجبت لَهَا فتحت لَهَا أَبْوَاب السَّمَاء
قَالَ ابْن عمر فَمَا تركتهن مُنْذُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ذَلِك

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৪৫ | মুসলিম বাংলা