আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪৪
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৪. হযরত মুজাবুত দাওয়া হাবীব ইবন সালামা ফিহরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: একটি দল যখন একত্র হয়ে দু'আ করে এবং কতিপয় ব্যক্তি 'আমীন' বলে, তখন নিশ্চিতভাবে আল্লাহ তাদের দু'আ কবুল করেন।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
744 - وَعَن حبيب بن سَلمَة الفِهري رَضِي الله عَنهُ وَكَانَ مجاب الدعْوَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يجْتَمع مَلأ فيدعو بَعضهم ويؤمن بَعضهم إِلَّا أجابهم الله

رَوَاهُ الْحَاكِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৪৪ | মুসলিম বাংলা