আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৪৩
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪৩. হযরত আবু মুসবিহ মুকরাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমরা সাহাবী হযরত আবূ যুহায়র নুমাইরী (রা)-এর কাছে বসতাম। তিনি ছিলেন একজন সাহাবী, তিনি আহসানুল হাদীস বর্ণনা করতেন। আমাদের মধ্যকার কোন ব্যক্তি যখন কোন দু'আ করত, তখন তিনি বলতেনঃ তোমরা 'আমীন' শব্দ বলে দু'আ শেষ করবে। কেননা আমীন শব্দটি ঐশী গ্রন্থের মোহর বা সীল স্বরূপ। আবূ যুহায়র নুমায়রী (রা) বলেন: এ প্রসংগে আমি তোমাদের কাছে একটি ঘটনা বর্ণনা করতে চাই। এক রাতে আমরা রাসূলুল্লাহ (সা) এর সংগে বাইরে গমন করি। এ সময় আমরা এমন এক ব্যক্তির নিকট উপস্থিত হই, যিনি অনেক অনুনয়-বিনয় সহকারে দু'আ করেন। নবী তার কথা শোনার জন্য সেখানে দণ্ডায়মান হন। তখন নবী বললেনঃ যদি সে শেষ করে, তবে তার দু'আ কবুল করা হবে। এ সময় সমবেত লোকদের মধ্য হতে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলঃ সে কোন জিনিসের উপর (দু'আ) শেষ করবে? তিনি বললেন: সে 'আমীন' বলে দু'আ শেষ করবে, কেননা যদি সে আমীনের উপর তার দু'আ শেষ করে, তবে তার দু'আ কবুল হবে। এরপর প্রশ্নকারী ব্যক্তি দু'আয় রত ব্যক্তির নিকট উপস্থিত হয়, যিনি তখন দু'আয় মশগুল ছিলেন, তখন তিনি তাকে বললেন, তুমি 'আমীন' শব্দের উপর দু'আ শেষ কর এবং সাথে সাথে দু'আ কবুলের সুসংবাদ গ্রহণ কর।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
743 - وَعَن أبي مصبح المقرائي قَالَ كُنَّا نجلس إِلَى أبي زُهَيْر النميري رَضِي الله عَنهُ وَكَانَ من الصَّحَابَة يحدث أحسن الحَدِيث فَإِذا دَعَا الرجل منا بِدُعَاء قَالَ اختمه بآمين فَإِن آمين مثل الطابع على الصَّحِيفَة
قَالَ أَبُو زُهَيْر النميري أخْبركُم عَن ذَلِك خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات لَيْلَة نمشي فأتينا على رجل قد ألح فِي الْمَسْأَلَة فَوقف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يستمع مِنْهُ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أوجب إِن ختم فَقَالَ رجل من الْقَوْم بِأَيّ شَيْء يخْتم فَقَالَ بآمين فَإِنَّهُ إِن ختم بآمين فقد أوجب فَانْصَرف الرجل الَّذِي سَأَلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأتى الرجل فَقَالَ اختم يَا فلَان بآمين وأبشر
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ أَبُو زُهَيْر النميري أخْبركُم عَن ذَلِك خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذَات لَيْلَة نمشي فأتينا على رجل قد ألح فِي الْمَسْأَلَة فَوقف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يستمع مِنْهُ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أوجب إِن ختم فَقَالَ رجل من الْقَوْم بِأَيّ شَيْء يخْتم فَقَالَ بآمين فَإِنَّهُ إِن ختم بآمين فقد أوجب فَانْصَرف الرجل الَّذِي سَأَلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأتى الرجل فَقَالَ اختم يَا فلَان بآمين وأبشر
رَوَاهُ أَبُو دَاوُد
