আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৪২
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: 'আমীন' ব্যতীত অন্য কোন কিছুর উপর ইয়াহুদীরা তোমাদের প্রতি হিংসা পোষণ করে না। কাজেই তোমরা বেশি বেশি 'আমীন' বলবে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
742 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا حسدتكم الْيَهُود على شَيْء مَا حسدتكم على آمين فَأَكْثرُوا من قَول آمين
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه
