আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪১
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪১. হযরত সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন: ইমাম যখন غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين (যারা ক্রোধে নিপতিত নয়, পথভ্রষ্টও নয়) বলবে, তখন তোমরা 'আমীন' বলবে, আল্লাহ তোমাদের দু'আ কবুল করবেন।

(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। হযরত আবূ মূসা আশআরী (রা) সূত্রে মুসলিম, আবু দাউদ ও নাসাঈ দীর্ঘ হাদীস বর্ণনা করেন। তিনি (নবী) বলেছেনঃ তোমরা সালাতে কাতার সোজা করে নেবে এবং তোমাদের কাউকে ইমাম নিযুক্ত করবে। সে যখন তাকবীর বলবে, তখন তোমরাও তাকবীর বলবে। আর সে যখন বলবে, غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين (যারা ক্রোধে নিপতিত নয়, পথভ্রষ্টও নয়) তখন তোমরা 'আমীন' বলবে। তোমাদের দু'আ কবুল করা হবে।
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
741 - وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَالَ الإِمَام {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} فَقولُوا آمين يجبكم الله

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ فِي حَدِيث طَوِيل عَن أبي مُوسَى الْأَشْعَرِيّ قَالَ فِيهِ إِذا صليتم فأقيموا صفوفكم وليؤمكم أحدكُم فَإِذا كبر فكبروا وَإِذا قَالَ {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} فَقولُوا آمين يجبكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৪১ | মুসলিম বাংলা