আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪০
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৪০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ইমাম যখন غير المغضوب عليهم ولا الضالين (যারা ক্রোধে নিপতিত নয়, পথভ্রষ্টও নয়) বলবে, তখন মুক্তাদীরা 'আমীন' বলবে। আসমান ও যমীনবাসী তাদের প্রতি তাকিয়ে 'আমীন' বলবে। ফলে আল্লাহ তা'আলা বান্দার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেবেন। যে আমীন বলেনি, তার দৃষ্টান্ত ঐ মুজাহিদের ন্যায়, যে তার কওমের সাথে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছে, এরপর অন্যান্যরা লটারী করেছে। এতে সবার নাম এসেছে কিন্তু ঐ ব্যক্তির নাম আসেনি। সে বলল: আমার লটারীর কী হল? তারা বললঃ নিশ্চয়ই তুমি 'আমীন' বলনি।
(আবু ইয়ালা লায়স ইবন আবূ সুলায়মান থেকে হাদিসটি বর্ননা করেন।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
740 - وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا قال الإمام: غير المغضوب عليهم ولا الضالين. قال الذين خلفه: آمين. التقت من أهل السماء، وأهل الأرض آمين غفر الله للعبد ما تقدم من ذنبه قال: ومثل الذى لا يقول آمين كمثل رجلٍ غزا مع قومٍ فاقترعوا فخرج سهامهم، ولم يخرج سهمه، فقال: ما لسهمى لم يخرج؟ قال: إنك لم تقل آمين.
رواه أبو يعلى من رواية ليث أبى سليم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৪০ | মুসলিম বাংলা