আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৩৯
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৩৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (সা) এর নিকট বসা ছিলাম, তিনি বললেনঃ আল্লাহ তা'আলা আমাকে তিনটি বৈশিষ্ট্য দান করেছেন, তা হলঃ ১. সালাতে আমাকে কাতার সোজা করতে বলেছেন, ২. আমাকে সালাম দান করেছেন আর তা দ্বারা জান্নাতীদের অভিনন্দিত করা হবে এবং ৩. আমাকে দান করেছেন 'আমীন'। এ বৈশিষ্ট্য আমার পূর্বেকার নবীগণের মধ্যে মূসা (আ)-এর দু'আ হারুন (আ)-এর প্রতি ব্যতীত অন্য কাউকে দান করা হয় নি। আর মূসা (আ)-এর দু'আর জবাবে হারুন (আ) বলেছিলেন 'আমীন'।

(ইবন খুযায়মা আলে মুহাল্লাব-এর আযাদকৃত গোলাম যারাবী থেকে তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন, তবে তাঁর হাদীসটি দলীল হিসেবে গৃহীত হওয়ার ব্যাপারে দ্বিধা রয়েছে।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
739 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جُلُوسًا فَقَالَ إِن الله قد أَعْطَانِي خِصَالًا ثَلَاثَة أَعْطَانِي صَلَاة فِي الصُّفُوف وَأَعْطَانِي التَّحِيَّة إِنَّهَا لتحية أهل الْجنَّة وَأَعْطَانِي التَّأْمِين وَلم يُعْطه أحدا من النَّبِيين قبلي إِلَّا أَن يكون الله قد أعطَاهُ هَارُون يَدْعُو مُوسَى ويؤمن هَارُون

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه من رِوَايَة زَرْبِي مولى آل الْمُهلب وَتردد فِي ثُبُوته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৩৯ | মুসলিম বাংলা