আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩৮
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৩৮. হযরত আয়েশা (রা) থেকে নবী (সা:) সূত্র বর্ণিত। তিনি বলেন: সালাম এবং আমীন ব্যতীত ইয়াহুদীরা অন্য কোন বিষয়ে তোমাদের হিংসা করে না।
(হাদীসটি ইবন মাজাহ সহীহ সনদে এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম আহমদ তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (সা) এর কাছে ইয়াহুদীদের সম্পর্কে আলোচনা হল। তিনি বললেনঃ জুমুআর ব্যাপারে তারা আমাদের উপর যেমন হিংসা করে, তদ্রূপ অন্য কোন বিষয়ে হিংসা করে না, যা দ্বারা আল্লাহ আমাদের সৎপথ প্রদর্শন করেছেন এবং তাদের করেছেন পথভ্রষ্ট। কিবলার ব্যাপারে আল্লাহ আমাদের সৎ পথ প্রদর্শন করেছেন এবং তাদের পথভ্রষ্ট করেছেন এবং তারা হিংসা করছে ইমামের পেছনে আমাদের 'আমীন' বলা নিয়ে। তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে নিজ শব্দযোগে বর্ণনা করেন: ইয়াহুদীরা তাদের ধর্ম ধ্বংস করে দিয়েছে। তারা উগ্র হিংসুটে জাতি। তারা কেবল মুসলমানদের তিনটি শ্রেষ্ঠত্বের বিষয়ে হিংসা করছে। তা হলোঃ ১. সালামের জবাব দান, ২. সালাতের কাতার সোজা করা এবং ৩. তাদের ফরয সালাতে ইমামের পেছনে 'আমীন' বলা।)
(হাদীসটি ইবন মাজাহ সহীহ সনদে এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম আহমদ তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ রাসূলুল্লাহ (সা) এর কাছে ইয়াহুদীদের সম্পর্কে আলোচনা হল। তিনি বললেনঃ জুমুআর ব্যাপারে তারা আমাদের উপর যেমন হিংসা করে, তদ্রূপ অন্য কোন বিষয়ে হিংসা করে না, যা দ্বারা আল্লাহ আমাদের সৎপথ প্রদর্শন করেছেন এবং তাদের করেছেন পথভ্রষ্ট। কিবলার ব্যাপারে আল্লাহ আমাদের সৎ পথ প্রদর্শন করেছেন এবং তাদের পথভ্রষ্ট করেছেন এবং তারা হিংসা করছে ইমামের পেছনে আমাদের 'আমীন' বলা নিয়ে। তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে নিজ শব্দযোগে বর্ণনা করেন: ইয়াহুদীরা তাদের ধর্ম ধ্বংস করে দিয়েছে। তারা উগ্র হিংসুটে জাতি। তারা কেবল মুসলমানদের তিনটি শ্রেষ্ঠত্বের বিষয়ে হিংসা করছে। তা হলোঃ ১. সালামের জবাব দান, ২. সালাতের কাতার সোজা করা এবং ৩. তাদের ফরয সালাতে ইমামের পেছনে 'আমীন' বলা।)
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
738 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا حسدتكم الْيَهُود على شَيْء مَا حسدتكم على السَّلَام والتأمين
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَأحمد وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذكرت عِنْده الْيَهُود فَقَالَ إِنَّهُم لم يحسدونا على شَيْء كَمَا حسدونا على الْجُمُعَة الَّتِي هدَانَا الله لَهَا وَضَلُّوا عَنْهَا وعَلى الْقبْلَة الَّتِي هدَانَا الله لَهَا وَضَلُّوا عَنْهَا وعَلى قَوْلنَا خلف الإِمَام آمين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ إِن الْيَهُود قد سئموا دينهم وهم قوم حسد وَلم يحسدوا الْمُسلمين على أفضل من ثَلَاث رد السَّلَام وَإِقَامَة الصُّفُوف وَقَوْلهمْ خلف إمَامهمْ فِي الْمَكْتُوبَة آمين
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَأحمد وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذكرت عِنْده الْيَهُود فَقَالَ إِنَّهُم لم يحسدونا على شَيْء كَمَا حسدونا على الْجُمُعَة الَّتِي هدَانَا الله لَهَا وَضَلُّوا عَنْهَا وعَلى الْقبْلَة الَّتِي هدَانَا الله لَهَا وَضَلُّوا عَنْهَا وعَلى قَوْلنَا خلف الإِمَام آمين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن وَلَفظه قَالَ إِن الْيَهُود قد سئموا دينهم وهم قوم حسد وَلم يحسدوا الْمُسلمين على أفضل من ثَلَاث رد السَّلَام وَإِقَامَة الصُّفُوف وَقَوْلهمْ خلف إمَامهمْ فِي الْمَكْتُوبَة آمين
