আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩৭
ইমামের পেছনে মুক্তাদীর এবং দু'আয় আমীন বলার প্রতি অনুপ্রেরণা এবং কিয়াম ও তাকবীরে উলায় যা বলা হয়
৭৩৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, ইমাম যখন غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين বলবে তখন তোমরা 'আমীন' বলবে। কেননা যে ব্যক্তি ফিরিশতাদের আমীন বলার সাথে সাথেই একই সময় আমীন বলবে, তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হবে।
(মালিক ও বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। শব্দমালা ইমাম বুখারীর, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহও হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের এক বর্ণনায় আছে? তোমাদের কেউ যখন আমীন বলে, তখন আসমানের ফিরিশতাকুল আমীন বলে থাকেন। ফলে একটি অপরটির অনুরূপ হয়ে যায় এবং তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হয়। ইবন মাজাহ ও নাসাঈ শরীফে বর্ণিত আছেঃ তিলাওয়াতকারী যখন আমীন বলে, তখন তোমরা আমীন বল। নাসাঈ শরীফে বর্ণিত আছে: যখন সে (ইমাম) غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين বলবে, তখন তোমরা 'আমীন' বলবে। কেননা যার কথা ফিরিশতাদের কথার ন্যায় হল (তার উসীলায়) মসজিদে অবস্থানকারীদের গুনাহ মাফ করা হবে।)
[آمين] দীর্ঘ কিংবা। হ্রস্ব স্বরে তিলাওয়াত করা যেতে পারে, কেউ কেউ বলেছেন: এটি আল্লাহর নামসমূহের একটি অন্যতম নাম। কেউ কেউ বলেছেনঃ এর অর্থ হল, হে আল্লাহ! কবুল কর অথবা অনুরূপ কার্যকর কর অথবা অনুরূপ হোক।
(মালিক ও বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। শব্দমালা ইমাম বুখারীর, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহও হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের এক বর্ণনায় আছে? তোমাদের কেউ যখন আমীন বলে, তখন আসমানের ফিরিশতাকুল আমীন বলে থাকেন। ফলে একটি অপরটির অনুরূপ হয়ে যায় এবং তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হয়। ইবন মাজাহ ও নাসাঈ শরীফে বর্ণিত আছেঃ তিলাওয়াতকারী যখন আমীন বলে, তখন তোমরা আমীন বল। নাসাঈ শরীফে বর্ণিত আছে: যখন সে (ইমাম) غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين বলবে, তখন তোমরা 'আমীন' বলবে। কেননা যার কথা ফিরিশতাদের কথার ন্যায় হল (তার উসীলায়) মসজিদে অবস্থানকারীদের গুনাহ মাফ করা হবে।)
[آمين] দীর্ঘ কিংবা। হ্রস্ব স্বরে তিলাওয়াত করা যেতে পারে, কেউ কেউ বলেছেন: এটি আল্লাহর নামসমূহের একটি অন্যতম নাম। কেউ কেউ বলেছেনঃ এর অর্থ হল, হে আল্লাহ! কবুল কর অথবা অনুরূপ কার্যকর কর অথবা অনুরূপ হোক।
التَّرْغِيب فِي التَّأْمِين خلف الإِمَام وَفِي الدُّعَاء وَمَا يَقُوله فِي الِاعْتِدَال والاستفتاح
737 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا قَالَ الإِمَام {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} الْفَاتِحَة 7 فَقولُوا آمين
فَإِنَّهُ من وَافق قَوْله قَول الْمَلَائِكَة غفر لَهُ مَا تقدم من ذَنبه
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
آمين فَوَافَقت إِحْدَاهمَا الْأُخْرَى غفر لَهُ مَا تقدم من ذَنبه
وَفِي رِوَايَة لِابْنِ مَاجَه وَالنَّسَائِيّ إِذا أَمن القارىء فَأمنُوا الحَدِيث
وَفِي رِوَايَة للنسائي وَإِذا قَالَ {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} فَقولُوا
وَفِي رِوَايَة البُخَارِيّ إِذا قَالَ أحدكُم آمين وَقَالَت الْمَلَائِكَة فِي السَّمَاء آمين
فَإِنَّهُ من وَافق كَلَامه كَلَام الْمَلَائِكَة غفر لمن فِي الْمَسْجِد
آمين تمد وتقصر وَتَشْديد الْمَمْدُود لغية وَقيل هُوَ اسْم من أَسمَاء الله تَعَالَى وَقيل مَعْنَاهَا اللَّهُمَّ استجب أَو كَذَلِك فافعل أَو كَذَلِك فَلْيَكُن
فَإِنَّهُ من وَافق قَوْله قَول الْمَلَائِكَة غفر لَهُ مَا تقدم من ذَنبه
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
آمين فَوَافَقت إِحْدَاهمَا الْأُخْرَى غفر لَهُ مَا تقدم من ذَنبه
وَفِي رِوَايَة لِابْنِ مَاجَه وَالنَّسَائِيّ إِذا أَمن القارىء فَأمنُوا الحَدِيث
وَفِي رِوَايَة للنسائي وَإِذا قَالَ {غير المغضوب عَلَيْهِم وَلَا الضَّالّين} فَقولُوا
وَفِي رِوَايَة البُخَارِيّ إِذا قَالَ أحدكُم آمين وَقَالَت الْمَلَائِكَة فِي السَّمَاء آمين
فَإِنَّهُ من وَافق كَلَامه كَلَام الْمَلَائِكَة غفر لمن فِي الْمَسْجِد
آمين تمد وتقصر وَتَشْديد الْمَمْدُود لغية وَقيل هُوَ اسْم من أَسمَاء الله تَعَالَى وَقيل مَعْنَاهَا اللَّهُمَّ استجب أَو كَذَلِك فافعل أَو كَذَلِك فَلْيَكُن
