আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩৬
পুরুষের পেছনের সারিতে এবং মহিলাদের প্রথম সারিতে দাঁড়ানো এবং সারি বাঁকা করার প্রতি ভীতি প্রদর্শন
৭৩৬. হযরত আবু উমামা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা কাতারগুলো সোজা করে নাও, অন্যথায় তোমাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে অথবা তোমাদের চোখের জ্যোতি কেড়ে নেওয়া হবে অথবা তোমাদের চোখ তুলে নেওয়া হবে।
(আহমদ এবং তাবারানী উবায়দুল্লাহ ইবন যাহার সূত্রে আলী ইবন যায়দ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। কেউ কেউ তাঁর সমালোচনা করেছেন।)
(আহমদ এবং তাবারানী উবায়দুল্লাহ ইবন যাহার সূত্রে আলী ইবন যায়দ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। কেউ কেউ তাঁর সমালোচনা করেছেন।)
التَّرْهِيب من تَأَخّر الرِّجَال إِلَى أَوَاخِر صفوفهم وَتقدم النِّسَاء إِلَى أَوَائِل صفوفهن وَمن اعوجاج الصُّفُوف
736 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لتسون الصُّفُوف أَو لتطمسن الْوُجُوه أَو لتغمضن أبصاركم أَو لتخطفن أبصاركم
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن زيد وَقد مَشاهُ بَعضهم
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن زيد وَقد مَشاهُ بَعضهم


বর্ণনাকারী: