আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩৫
পুরুষের পেছনের সারিতে এবং মহিলাদের প্রথম সারিতে দাঁড়ানো এবং সারি বাঁকা করার প্রতি ভীতি প্রদর্শন
৭৩৫. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) কাতারের মধ্য দিয়ে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেন এবং আমাদের বুকে ও কাঁধে হাত লাগাতেন এবং বলতেনঃ আগে পিছে হয়ো না, তাহলে তোমাদের অন্তরেও বিভেদ সৃষ্টি করে দেওয়া হবে। তিনি (আরো) বলতেন: অবশ্যই আল্লাহ প্রথম কাতারসমূহের উপর রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ অনুগ্রহ বিতরণ করেন।
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা বর্ণনা করেছেন। ইবন হিব্বান নিজ শব্দযোগে তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন যে, নবী (সা) আমাদের কাছে এসে আমাদের বুকে ও কাঁধে হাত লাগাতেন এবং বলতেন, কাতারের আগে পিছে হয়ো না, তাহলে তোমাদের অন্তরেও বিভেদ সৃষ্টি করে দেওয়া হবে। অবশ্যই আল্লাহ প্রথম সারিসমূহের উপর রহমত বর্ষণ করেন এবং ফিরিশতা তাদের প্রতি অনুগ্রহ বিতরণ করেন।
ইবন খুযায়মার বর্ণনায় আছে। তোমাদের বুক আগে পিছে করো না, তাহলে তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করে দেওয়া হবে।)
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা বর্ণনা করেছেন। ইবন হিব্বান নিজ শব্দযোগে তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন যে, নবী (সা) আমাদের কাছে এসে আমাদের বুকে ও কাঁধে হাত লাগাতেন এবং বলতেন, কাতারের আগে পিছে হয়ো না, তাহলে তোমাদের অন্তরেও বিভেদ সৃষ্টি করে দেওয়া হবে। অবশ্যই আল্লাহ প্রথম সারিসমূহের উপর রহমত বর্ষণ করেন এবং ফিরিশতা তাদের প্রতি অনুগ্রহ বিতরণ করেন।
ইবন খুযায়মার বর্ণনায় আছে। তোমাদের বুক আগে পিছে করো না, তাহলে তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি করে দেওয়া হবে।)
التَّرْهِيب من تَأَخّر الرِّجَال إِلَى أَوَاخِر صفوفهم وَتقدم النِّسَاء إِلَى أَوَائِل صفوفهن وَمن اعوجاج الصُّفُوف
735 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَتَخَلَّل الصَّفّ من نَاحيَة إِلَى نَاحيَة يمسح صدورنا ومناكبنا وَيَقُول لَا تختلفوا فتختلف قُلُوبكُمْ وَكَانَ يَقُول إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصُّفُوف الأول
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يأتينا فيمسح عواتقنا وصدورنا وَيَقُول لَا تخْتَلف صفوفكم فتختلف قُلُوبكُمْ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة لَا تخْتَلف صدوركم فتختلف قُلُوبكُمْ
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يأتينا فيمسح عواتقنا وصدورنا وَيَقُول لَا تخْتَلف صفوفكم فتختلف قُلُوبكُمْ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة لَا تخْتَلف صدوركم فتختلف قُلُوبكُمْ
