আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩১
পুরুষের পেছনের সারিতে এবং মহিলাদের প্রথম সারিতে দাঁড়ানো এবং সারি বাঁকা করার প্রতি ভীতি প্রদর্শন
৭৩১. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সা) তাঁর সাহাবাদের দেখলেন যে, তারা লাইনের মধ্যে পেছনে বসে আছে। তিনি তাদের বললেন: সামনে এগিয়ে এসো এবং আমার অনুসরণ কর। আর তোমাদের পেছনে যারা আছে, তাদের তোমাদের অনুসরণ করা উচিত। কোন জাতি পেছনে থাকতে থাকতে এমন অবস্থায় পৌঁছে যায় যে, অবশেষে আল্লাহ তা'আলা তাদের পেছনে ফেলে দেন।
(হাদীসটি মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেন।)
(হাদীসটি মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেন।)
التَّرْهِيب من تَأَخّر الرِّجَال إِلَى أَوَاخِر صفوفهم وَتقدم النِّسَاء إِلَى أَوَائِل صفوفهن وَمن اعوجاج الصُّفُوف
731 - وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رأى فِي أَصْحَابه تأخرا فَقَالَ لَهُم تقدمُوا فائتموا بِي وليأتم بكم من بعدكم لَا يزَال قوم يتأخرون حَتَّى يؤخرهم الله
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه


বর্ণনাকারী: