আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩২
পুরুষের পেছনের সারিতে এবং মহিলাদের প্রথম সারিতে দাঁড়ানো এবং সারি বাঁকা করার প্রতি ভীতি প্রদর্শন
৭৩২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: লোকেরা সর্বদা প্রথম কাতার থেকে পেছনে থাকতে চাইবে। ফলে আল্লাহও তাদের জাহান্নাম পর্যন্ত পিছিয়ে দেবেন।
(আবু দাউদ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন, তবে "এমন কি আল্লাহ তাদের জাহান্নাম পর্যন্ত পিছিয়ে দেবেন" শব্দমালা ব্যতীত।)
(আবু দাউদ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন, তবে "এমন কি আল্লাহ তাদের জাহান্নাম পর্যন্ত পিছিয়ে দেবেন" শব্দমালা ব্যতীত।)
التَّرْهِيب من تَأَخّر الرِّجَال إِلَى أَوَاخِر صفوفهم وَتقدم النِّسَاء إِلَى أَوَائِل صفوفهن وَمن اعوجاج الصُّفُوف
732 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يزَال قوم يتأخرون عَن الصَّفّ الأول حَتَّى يؤخرهم الله فِي النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان إِلَّا أَنَّهُمَا قَالَا حَتَّى يخلفهم الله فِي النَّار
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان إِلَّا أَنَّهُمَا قَالَا حَتَّى يخلفهم الله فِي النَّار
