আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৩০
পুরুষের পেছনের সারিতে এবং মহিলাদের প্রথম সারিতে দাঁড়ানো এবং সারি বাঁকা করার প্রতি ভীতি প্রদর্শন
৭৩০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: পুরুষদের কাতারসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট কাতার হল প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট হল শেষ কাতার। আর স্ত্রীলোকদের কাতারসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট কাতার হল শেষ কাতার এবং সর্বনিকৃষ্ট হল প্রথম কাতার।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস পেছনের অনুচ্ছেদে অতিবাহিত হয়েছে।)
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীস পেছনের অনুচ্ছেদে অতিবাহিত হয়েছে।)
التَّرْهِيب من تَأَخّر الرِّجَال إِلَى أَوَاخِر صفوفهم وَتقدم النِّسَاء إِلَى أَوَائِل صفوفهن وَمن اعوجاج الصُّفُوف
730 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير صُفُوف الرِّجَال أَولهَا وشرها آخرهَا وَخير صُفُوف النِّسَاء آخرهَا وشرها أَولهَا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَتقدم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَتقدم
