আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭২৯
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ মসজিদের বামদিকে লোক কম হওয়ায় যদি কেউ তা পূর্ণ করে নেয়, তবে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।
(বাকীয়া ইবন ওয়ালীদ থেকে তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
(বাকীয়া ইবন ওয়ালীদ থেকে তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
729 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عمر جَانب الْمَسْجِد الْأَيْسَر لقلَّة أَهله فَلهُ أَجْرَانِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة بَقِيَّة بن الْوَلِيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة بَقِيَّة بن الْوَلِيد
