আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭২৮
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (সা) কে জানান হল যে, মসজিদের বামদিকে খালি জায়গা পড়ে আছে। তখন নবী (সা) বললেনঃ যে ব্যক্তি মসজিদের বামদিক পূর্ণ করে নেবে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দেবেন।
(ইবন খুযায়মা ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন খুযায়মা ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
728 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قيل للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِن ميسرَة الْمَسْجِد قد تعطلت فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من عمر ميسرَة الْمَسْجِد كتب لَهُ كفلان من الْأجر
رَوَاهُ ابْن خُزَيْمَة وَغَيره
رَوَاهُ ابْن خُزَيْمَة وَغَيره
