আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭২৭
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৭. হযরত মুআয ইবন জাবাল (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: দুটো পদক্ষেপের একটি আল্লাহর কাছে খুবই প্রিয় এবং অপর পদক্ষেপটি আল্লাহর কাছে খুবই অপ্রিয়। আল্লাহর কাছে প্রিয় পদক্ষেপ হল: এক ব্যক্তি সারির মধ্যে ফাঁকা জায়গা দেখে তা পূরণ করে নিল (এ পদক্ষেপ)। আর আল্লাহর কাছে অপ্রিয় পদক্ষেপ হলঃ কোন ব্যক্তি দাঁড়াবার সময় ডান পা সম্প্রসারিত করে তার উপর হাত রেখে এবং বাম পা স্থির রেখে দাঁড়াল।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
727 - وَعَن معَاذ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خطوتان إِحْدَاهمَا أحب الخطا إِلَى الله وَالْأُخْرَى أبْغض الخطا إِلَى الله فَأَما الَّتِي يُحِبهَا الله عز وَجل فَرجل نظر إِلَى خلل فِي الصَّفّ فسده وَأما الَّتِي يبغضها الله فَإِذا أَرَادَ الرجل أَن يقوم مد رجله الْيُمْنَى وَوضع يَده عَلَيْهَا وَأثبت الْيُسْرَى ثمَّ قَامَ
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
