আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭২৬
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৬. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা প্রথম সারিসমূহে গায়ের সাথে গা ঘেঁসে সালাতে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ তাদের প্রতি অনুগ্রহণ বিতরণ করেন। সারি ঠিক করার নিমিত্তে যে পা বাড়ান হয়, তার চেয়ে অধিক প্রিয় পদক্ষেপ আল্লাহর কাছে আর নেই।
(আবু দাউদ এবং ইবন খুযায়মা الخطوة (পদক্ষেপ) ব্যতীত অনুরূপ হাদীস বর্ণনা করেন। হাদীসটি পূর্বেও এসেছে।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
726 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ وَكَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف الأول وَمَا من خطْوَة أحب إِلَى الله من خطْوَة يمشيها العَبْد يصل بهَا صفا

رَوَاهُ أَبُو دَاوُد فِي حَدِيث وَابْن خُزَيْمَة بِدُونِ ذكر الخطوة وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭২৬ | মুসলিম বাংলা