আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭২৫
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা সারিবদ্ধভাবে (একে অন্যের শরীর) ঘেঁসে সালাতে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণও অনুগ্রহ বিতরণ করেন। যে ঘেঁসে ঘেঁসে দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা সমুন্নত করেন এবং ফিরিশতাকূল তাকে অনুগ্রহের আঁচল দ্বারা ঢেকে নেন।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
725 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف وَلَا يصل عبد صفا إِلَّا رَفعه الله بِهِ دَرَجَة وذرت عَلَيْهِ الْمَلَائِكَة من الْبر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَلَا بَأْس بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭২৫ | মুসলিম বাংলা