আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭২৪
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৪. হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি কাতারের মধ্যকার ফাঁকা জায়গা পূরণ করবে, তাকে ক্ষমা করা হবে।
(হাদীসটি বাযযার হাসান সনদে বর্ণনা করেন। আবূ জুহায়ফার নাম ওয়াহব ইবন আবদুল্লাহ সুয়াঈ।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
724 - وَعَن أبي جُحَيْفَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سد فُرْجَة فِي الصَّفّ غفر لَهُ

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَاسم أبي جُحَيْفَة وهب بن عبد الله السوَائِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭২৪ | মুসলিম বাংলা