আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭২৩
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি (সারির মধ্যকার) ফাঁকা জায়গা পূরণ করবে, আল্লাহ তা'আলা তার একটি মর্যাদা সমুন্নত করবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।
(মুসলিম ইবন খালিদ যানজী সূত্রে তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও এ সূত্রেই পূর্ববর্তী অনুচ্ছেদে কেবল "তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে" বাদে অবশিষ্ট অংশ বর্ণিত হয়েছে। হযরত আবূ হুরায়রা (রা) থেকে ইস্পাহানী আরো বেশি শব্দযোগে বর্ণনা করেছেন। এ সনদে ইসমাত ইবন মুহাম্মদ নামে একজন একজন বর্ণনাকারী রয়েছেন। আবু আবূ হাতিম বলেন : তিনি রাবী হিসেবে শক্তিধর নন। অন্য কেউ বলেছেন: তিনি বর্জিত (মাতরূক)।)
(মুসলিম ইবন খালিদ যানজী সূত্রে তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহও এ সূত্রেই পূর্ববর্তী অনুচ্ছেদে কেবল "তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে" বাদে অবশিষ্ট অংশ বর্ণিত হয়েছে। হযরত আবূ হুরায়রা (রা) থেকে ইস্পাহানী আরো বেশি শব্দযোগে বর্ণনা করেছেন। এ সনদে ইসমাত ইবন মুহাম্মদ নামে একজন একজন বর্ণনাকারী রয়েছেন। আবু আবূ হাতিম বলেন : তিনি রাবী হিসেবে শক্তিধর নন। অন্য কেউ বলেছেন: তিনি বর্জিত (মাতরূক)।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
723 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سد فُرْجَة رَفعه الله بهَا دَرَجَة وَبنى لَهُ بَيْتا فِي الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة مُسلم بن خَالِد الزنْجِي وَتقدم عِنْد ابْن مَاجَه فِي أول الْبَاب دون قَوْله وَبنى لَهُ بَيْتا فِي الْجنَّة
وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ بِالزِّيَادَةِ أَيْضا من حَدِيث أبي هُرَيْرَة وَفِي إِسْنَاده عصمَة بن مُحَمَّد
قَالَ أَبُو حَاتِم لَيْسَ بِقَوي وَقَالَ غَيره مَتْرُوك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة مُسلم بن خَالِد الزنْجِي وَتقدم عِنْد ابْن مَاجَه فِي أول الْبَاب دون قَوْله وَبنى لَهُ بَيْتا فِي الْجنَّة
وَرَوَاهُ الْأَصْبَهَانِيّ بِالزِّيَادَةِ أَيْضا من حَدِيث أبي هُرَيْرَة وَفِي إِسْنَاده عصمَة بن مُحَمَّد
قَالَ أَبُو حَاتِم لَيْسَ بِقَوي وَقَالَ غَيره مَتْرُوك
