আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭২২
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২২. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা সালাতে নিজেদের বাহুমূলকে নরম রাখে, তোমাদের মধ্যে তারা উত্তম। যে পা সারির মধ্যকার ফাঁকা জায়গা বন্ধ করার উদ্দেশ্যে বাড়ান হয়, তার চেয়ে অধিক পুরস্কারের পা বাড়ান আর নেই।
(বাযযার হাসান সনদে এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। উভয়েই প্রথম অংশে বর্ণনা করেছেন। আর তাবারানী পূর্ণভাবে 'আওসাত' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাসান সনদে এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। উভয়েই প্রথম অংশে বর্ণনা করেছেন। আর তাবারানী পূর্ণভাবে 'আওসাত' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
722 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خياركم ألينكم مناكب فِي الصَّلَاة وَمَا من خطْوَة أعظم أجرا من خطْوَة مشاها رجل إِلَى فُرْجَة فِي الصَّفّ فسدها
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا بالشطر الأول وَرَوَاهُ بِتَمَامِهِ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا بالشطر الأول وَرَوَاهُ بِتَمَامِهِ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
