আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭২১
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২১. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সারি মিলায়, আল্লাহ তাকে তাঁর সাথে মিলিয়ে নেবেন। আর যে ব্যক্তি সারি কাটে, আল্লাহ তাকে (নিজ রহমত থেকে) কেটে দেবেন।
(হাদীসটি নাসাঈ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেন। হাকিম বলেন: এ হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ। অনুরূপ হাদীস আগের অনুচ্ছেদেও আহমদ ও আবূ দাউদ সূত্রে বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
721 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من وصل صفا وَصله الله وَمن قطع صفا قطعه الله

رَوَاهُ النَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَرَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد فِي آخر حَدِيث تقدم قَرِيبا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭২১ | মুসলিম বাংলা