আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭২০
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭২০. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সারির মধ্য দিয়ে এক প্রান্ত হতে অন্য প্রান্ত যেতেন এবং আমাদের কাঁধে অথবা বলেছেন, বুকে হাত লাগাতেন এবং বলতেনঃ আগেপিছে হয়ে যেও না, তাহলে তোমাদের অন্তরও বিভিন্ন হয়ে যাবে। তিনি (আরো) বলতেন: অবশ্যই আল্লাহ প্রথম সারির প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ অনুগ্রহ বিতরণ করেন।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
720 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي الصَّفّ من نَاحيَة إِلَى نَاحيَة فيمسح مناكبنا أَو صدورنا وَيَقُول لَا تختلفوا فتختلف قُلُوبكُمْ
قَالَ وَكَانَ يَقُول إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف الأول

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭২০ | মুসলিম বাংলা