আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭১৯
সারিতে মিশে দাঁড়ান এবং ফাঁকা না রাখার প্রতি অনুপ্রেরণা
৭১৯. হযরত আয়েশা (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যারা (একে অন্যের শরীর) ঘেঁষে ঘেঁষে সারিবদ্ধভাবে (সালাতে) দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাকুল অনুগ্রহ বিতরণ করেন।
(হাদীসটি আহমদ, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইবন মাজাহ আরো বাড়িয়ে বলেছেন: যে ব্যক্তি ফাঁকা পূরণ করবে, আল্লাহ তার একটি মর্যাদা সমুন্নত করবেন।)
(হাদীসটি আহমদ, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেনঃ মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইবন মাজাহ আরো বাড়িয়ে বলেছেন: যে ব্যক্তি ফাঁকা পূরণ করবে, আল্লাহ তার একটি মর্যাদা সমুন্নত করবেন।)
التَّرْغِيب فِي وصل الصُّفُوف وسد الْفرج
719 - عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الَّذين يصلونَ الصُّفُوف
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم زَاد ابْن مَاجَه وَمن سد فُرْجَة رَفعه الله بهَا دَرَجَة
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم زَاد ابْن مَاجَه وَمن سد فُرْجَة رَفعه الله بهَا دَرَجَة
