আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭১৮
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: কারো কষ্ট হবে এ আশংকায় যদি কেউ প্রথম সারি বর্জন করে, তাহলে আল্লাহ তা'আলা তাকে প্রথম সারিতে দাঁড়ানোর সওয়াব দেবেন।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
718 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك الصَّفّ الأول مَخَافَة أَن يُؤْذِي أحدا أَضْعَف الله لَهُ أجر الصَّفّ الأول

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭১৮ | মুসলিম বাংলা