আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭০৫
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৫. হযরত ইরবায ইবন সারিয়্যা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) প্রথম সারির মুসল্লীর জন্য তিনবার ইসতিগফার করতেন, আর দ্বিতীয় সারির মুসল্লীর জন্য ইসতিগফার করতেন একবার।
(ইবন মাজাহ, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এ হাদীসটি বর্ণনা করেন, হাকিম বলেন: এ হাদীসটি বুখারী-মুসলিমের শর্তানুযায়ী সহীহ। তবে ইমাম বুখারী ও মুসলিম ইরবায (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন নি। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেছেনঃ
প্রথম সারির মুসল্লির জন্য তিনি তিনবার ইসতিগফার করতেন এবং দ্বিতীয় সারির মুসল্লীর জন্য করতেন একবার। ইমাম নাসাঈ বর্ণিত বর্ণনাটি ইবন হিব্বানের ন্যায়, তবে ব্যতিক্রম হলঃ তিনি প্রথম সারির মুসল্লীর জন্য দু'বার ইসতিগফার করতেন- এই কথাটুকু।)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
705 - وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يسْتَغْفر للصف الْمُقدم ثَلَاثًا وَللثَّانِي مرّة

رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلم يخرجَا للعرباض وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه كَانَ يُصَلِّي على الصَّفّ الْمُقدم ثَلَاثًا وعَلى الثَّانِي وَاحِدَة
وَلَفظ النَّسَائِيّ كَابْن حبَان إِلَّا أَنه قَالَ كَانَ يُصَلِّي على الصَّفّ الأول مرَّتَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭০৫ | মুসলিম বাংলা