আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭০৪
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: পুরুষের সারিসমূহের মধ্যে প্রথম সারি সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট সারি হল শেষ সারি। আর স্ত্রীলোকের সারিসমূহের মধ্যে সর্বশেষ সারি সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট সারি হল প্রথম সারি।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। অধিকন্তু এক জামাআত সাহাবী কর্তৃক হাদীসটি বর্ণিত হয়েছে। যাঁদের মধ্যে হযরত ইবন আব্বাস, উমর ইবন খাত্তাব, আনাস ইবন মাণিক, আবু সাঈদ, আবু উমামা, জাবির ইবন আবদুল্লাহ (রা) প্রমুখ রয়েছেন।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। অধিকন্তু এক জামাআত সাহাবী কর্তৃক হাদীসটি বর্ণিত হয়েছে। যাঁদের মধ্যে হযরত ইবন আব্বাস, উমর ইবন খাত্তাব, আনাস ইবন মাণিক, আবু সাঈদ, আবু উমামা, জাবির ইবন আবদুল্লাহ (রা) প্রমুখ রয়েছেন।)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
704 - وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير صُفُوف الرِّجَال أَولهَا وشرها آخرهَا وَخير صُفُوف النِّسَاء آخرهَا وشرها أَولهَا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَرُوِيَ عَن جمَاعَة من الصَّحَابَة مِنْهُم ابْن عَبَّاس وَعمر بن الْخطاب وَأنس بن مَالك وَأَبُو سعيد وَأَبُو أُمَامَة وَجَابِر بن عبد الله وَغَيرهم
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَرُوِيَ عَن جمَاعَة من الصَّحَابَة مِنْهُم ابْن عَبَّاس وَعمر بن الْخطاب وَأنس بن مَالك وَأَبُو سعيد وَأَبُو أُمَامَة وَجَابِر بن عبد الله وَغَيرهم
