আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭০৬
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭০৬. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ প্রথম সারির মুসল্লীর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং তাঁর ফিরিশতাকুল ক্ষমা প্রার্থনা করেন। তারা (সাহাবাগণ) বলল, ইয়া রাসূলাল্লাহ! দ্বিতীয় সারির প্রতিও? তিনি বললেনঃ প্রথম সারির মুসল্লির প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ অনুগ্রহ বিতরণ করেন। তারা বলল: দ্বিতীয় সারির প্রতিও? তিনি বললেনঃ হ্যাঁ, দ্বিতীয় সারির প্রতিও। রাসূলুল্লাহ (সা) আরো বলেছেন: তোমরা তোমাদের সারিগুলো সোজা করে নেবে এবং তোমাদের বাহুমূলসমূহকে একে অন্যের সমান সমান রাখবে। আর তোমাদের ভাইদের প্রতি কোমল হবে। তোমাদের মধ্যকার ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবে। কেননা শয়তান ছোট ভেড়া শাবকের ন্যায় তোমাদের মধ্যে ঢুকে পড়ে।
(আহমদ ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাবারানী ও অন্যান্যরাও।)
(আহমদ ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং তাবারানী ও অন্যান্যরাও।)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
706 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي
قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي قَالَ وعَلى الثَّانِي
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سووا صفوفكم وحاذوا بَين مناكبكم ولينوا فِي أَيدي إخْوَانكُمْ وسدوا الْخلَل فَإِن الشَّيْطَان يدْخل فِيمَا بَيْنكُم بِمَنْزِلَة الْحَذف يَعْنِي أَوْلَاد الضَّأْن الصغار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالطَّبَرَانِيّ وَغَيره
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي
قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الأول
قَالُوا يَا رَسُول الله وعَلى الثَّانِي قَالَ وعَلى الثَّانِي
وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سووا صفوفكم وحاذوا بَين مناكبكم ولينوا فِي أَيدي إخْوَانكُمْ وسدوا الْخلَل فَإِن الشَّيْطَان يدْخل فِيمَا بَيْنكُم بِمَنْزِلَة الْحَذف يَعْنِي أَوْلَاد الضَّأْن الصغار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالطَّبَرَانِيّ وَغَيره


বর্ণনাকারী: