আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭০১
যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৭০১. হযরত ইবন আব্বাস (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তিনদল লোকের সালাত তাদের মাথার এক বিঘত উপরেও উত্থিত হয় না। তারা হলঃ ১. ঐ ব্যক্তি, যে কোন কওমের সালাতের ইমামতি করল, অথচ তারা তার প্রতি নারাজ, ২. ঐ মহিলা, যে রাত যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি নাখোশ এবং ৩. সেই দুই ভাই, যারা পরস্পরে (সম্পর্ক) বিচ্ছিন্ন।
(ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। এর শব্দমালা হলোঃ রাসুলুল্লাহ বলেছেন: তিনদল লোকের সালাত আল্লাহ কবুল করেন না। তারা হলো : ১. ঐ ব্যক্তি, যে কোন কওমের সালাতের ইমামতি করল অথচ তারা তার প্রতি অসন্তুষ্ট, ২. ঐ মহিলা, যে রাত যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. সেই দুই ভাই, যারা পরস্পর বিচ্ছিন্ন।)
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
701 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا ترْتَفع صلَاتهم فَوق رؤوسهم شبْرًا رجل أم قوما وهم لَهُ كَارِهُون وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا ساخط وَأَخَوَانِ متصارمان

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يقبل الله مِنْهُم صَلَاة إِمَام قوم وهم لَهُ كَارِهُون وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا غَضْبَان وَأَخَوَانِ متصارمان
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭০১ | মুসলিম বাংলা