আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭০২
যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৭০২. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তিনদল লোকের সালাত কানের সীমা অতিক্রম করে না। তারা হলোঃ ১. পলাতক দাস, যতক্ষণ ফিরে না আসে, ২. যে নারী রাত
যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. লোকের ইমাম, যার প্রতি তারা অসন্তুষ্ট।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, এ হাদীসটি হাসান-গরীব।)
যাপন করেছে এমন অবস্থায় যে, তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এবং ৩. লোকের ইমাম, যার প্রতি তারা অসন্তুষ্ট।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, এ হাদীসটি হাসান-গরীব।)
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
702 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا تجَاوز صلَاتهم آذانهم العَبْد الْآبِق حَتَّى يرجع وَامْرَأَة باتت وَزوجهَا عَلَيْهَا ساخط وَإِمَام قوم وهم لَهُ كَارِهُون
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب


বর্ণনাকারী: