আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭০০
যার ইমামতিতে তার কওম অসন্তুষ্ট, তার প্রতি ভীতি প্রদর্শন
৭০০. হযরত আতা ইবন দীনার হুযালী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা তিনদল লোকের সালাত কবুল করেন না, তাদের সালাত আসমানে উত্থিত হয় না, তাদের সালাত তাদের মাথার উপরে উঠে না। তারা হলঃ ১. ঐ ব্যক্তি যে কোন কওমের ইমামতি করে, অথচ তার কওম তার প্রতি অসন্তুষ্ট, ২. ঐ ব্যক্তি যে বিনানুমতিতে জানাযার সালাতের ইমামতি করে এবং ৩. ঐ মহিলা, যাকে তার স্বামী রাতে ডাকে, অথচ সে তার ডাকে সাড়া দেয় না।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেন, অন্য সনদে হাদীসটি হযরত আনাস (রা) সূত্রে মারফুরূপে বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من إِمَامَة الرجل الْقَوْم وهم لَهُ كَارِهُون
700 - وَعَن عَطاء بن دِينَار الْهُذلِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يقبل الله مِنْهُم صَلَاة وَلَا تصعد إِلَى السَّمَاء وَلَا تجَاوز رؤوسهم رجل أم قوما وهم لَهُ كَارِهُون وَرجل صلى على جَنَازَة وَلم يُؤمر وَامْرَأَة دَعَاهَا زَوجهَا من اللَّيْل فَأَبت عَلَيْهِ

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه هَكَذَا مُرْسلا وَرُوِيَ لَهُ سَنَد آخر إِلَى أنس يرفعهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭০০ | মুসলিম বাংলা